বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা ঠেকানোর ক্ষমতা কারো নেই : মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আলেম ওলামারা শ্রদ্ধার পাত্র। উগ্রবাদী কথা বলে শ্রদ্ধা ধরে রাখবেন৷ উগ্রবাদী কথা জনগণ সমর্থন করে৷ বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবে৷ কোন শক্তির ক্ষমতা নেই এটা ঠেকানোর।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ তথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, তারা ইসলামের প্রতিনিধিত্ব করছে৷ তারা বলে ইসলামের ধারক ও বাহক৷ ইসলামের উগ্রবাদের কোন স্থান নেই। কিন্তু আলেমদের নাম করে যারা উগ্রবাদের কথা বলছে সেটা ইসলাম বলে না৷ ইসলাম শান্তির কথা বলে। আপনারা যে ভাষায় কথা বলছেন মহানবীর সময়ে এমন করে কেউ বললে ইসলাম গ্রহণ করতো না৷

আপনারা ভাস্কর্য নিয়ে কথা বলছেন, পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে অনেক ভাস্কর্য আছে৷ সেখানে ভাস্কর্য নিয়ে কেউ কথা বলে না৷ মক্কা নগরীর মানুষই ভাস্কর্য নিয়ে কথা বলে না৷ আপনারা জঙ্গিদের ভাষায় কথা বলছেন৷ এটা পাকিস্তানের ইসলাম। এটা স্বাধীন রাষ্ট্র, এখানে পা’কিস্তানের প্রেতাত্মা বা রাজাকারদের হুমকি শোনার জন্য ৯ মাস যুদ্ধ করে স্বাধীন হয়নি৷ এটা স্বাধীন দেশ, এখানে সরকার আছে, জনগণ আছে। আপনাদের উগ্রবাদী কথা জনগণ মানে না৷

তিনি আরও বলেন, যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয়, তাদের লজ্জা থাকা উচিত। লেজ গুটিয়ে পালিয়েছিল তারা, কোনো হুমকি কাজে আসবে না। সরকারের শক্তি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *