ফেসবুক ভিডিও নীতি মালায় আসছে পরিবর্তন

আগামী মাস থেকে ভিডিও কনটেন্ট নীতিমালায় কিছু পরিবর্তন আনছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এ বিষয়ে ঘোষণা আগে আসলেও এতদিন পরিষ্কার ছিল না।

এ বিষয়ে নিউ মিউজিক্যাল এক্সপ্রেসের (এনএমই) কাছে ফেসবুকের একজন মুখপাত্র জানান, একজনের ভিডিও বা মিউজিক অন্যজন পোস্ট করলে সেটি আমরা ব্লক করে দিতে পারি। শুধু কনটেন্ট নয় ব্লক হতে পারে অভিযুক্ত ব্যক্তির পেজ কিংবা অ্যাকাউন্টও।

শুধু ভিডিও নয় লাইভের ক্ষেত্রেও একই নীতিমালা অনুসরণ করতে চায় ফেসবুক। এনএমইর প্রতিবেদনে বলা হয়েছে, এমনটি হলে কোনো ব্যান্ড অন্যের গান লাইভে হয়তো গাইতে পারবেন না!

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *