পৃথিবীর বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কোম্পানী বাংলাদেশ বিষয়ক একজন কর্মকর্তা নিয়োগ দিয়েছে, নবনিযুক্ত এই কর্মকর্তার নাম সাবহানাজ রশীদ দিয়া।
সাবহানাজ রশীদ দিয়াকে বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে গতকাল সোমবার ৭ সেপ্টেম্বর, ফেসবুকের এশিয়ান আঞ্চলিক সদর দপ্তর সিঙ্গাপুর অফিসে অনলাইনে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরিচিতি অনুষ্ঠানে সাবহানাজ রশীদকে বাংলাদেশ বিষয়ক যেকোনো বিষয়ে যেন দ্রুত সাড়া দেন, মন্ত্রী অনুরোধ জানান।
অনলাইনে দিয়ার সঙ্গে মন্ত্রীর পরিচিতি পর্বে দিয়ার সঙ্গে ছিলেন ফেসবুকের হেড অব সেফটি বিক্রম সেনগ, ফেসবুক পাবলিক পলিসি বিষয়ক পরিচালক অশ্বিনী রানা এবং ফেসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরাম ইকবাল।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00