নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে অপরাজিত থাকায় ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছিল বাংলাদেশ। ১৮৭ থেকে ১৮৪-তে উঠে এসেছিল। তবে বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে বিধ্বস্ত হয় জেমি ডে বাহিনী। ফলে দুই ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। সবশেষ প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৬তম।
জামাল ভূঁইয়ারা কাতারের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় ৩ রেটিং পয়েন্ট কমে যায়।
তবে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ৫০টি পজিশনে কোনো পরিবর্তন আসেনি। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স দ্বিতীয় স্থানেই আছে। ব্রাজিল আছে তিন নম্বরে। এরপরই যথাক্রমে ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেন রয়েছে।
র্যাংকিংয়ের ৭ নম্বরে আর্জেন্টিন। এর পরপরই আছে ল্যাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। এরপর মেক্সিকো। শীর্ষ দশের সবশেষ দেশটি ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।
2021-03-07 00:19:04
2021-03-06 13:19:04