ফিফা যে কোন মূহুর্তে বন্ধ করে দিতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়াম

বাংলাদেশের ফুটবলের আন্তর্জাতিক ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকেই সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দিতে পারে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফুটবলারদের জন্য আধুনিক মানসম্মত সুবিধার অভাব এবং স্টেডিয়ামের পারিপার্শ্বিক পরিবেশের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিতে পারে ফিফা। আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-নেপাল ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে সংবাদ সম্মেলনে এই স্টেডিয়াম হারানোর শঙ্কা ব্যক্ত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

এক প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেছেন, যেখানে খেলছি (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) তা যখন-তখন ফিফা এএফসি বন্ধ করে দিতে পারে। সভাপতির কথার সূত্র ধরে উল্লেখ করা যায় ২০১১ সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ফিফা প্রীতি ম্যাচের কথা, সেই ম্যাচের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ভেন্যু করার জন্য ফিফা-এএফসি এবং আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে অনেক দেন-দরবার করতে হয় বাফুফেকে। ম্যারাডোনা-মেসিদের ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ’কে খুব সহজেই রাজি করানো যায়নি।

এই বিষয়ের প্রতিকার তাহলে কিভাবে আসবে? কাজী সালাউদ্দিন চাইছেন ফুটবলের জন্য নিবেদিত একটি স্বতন্ত্র আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম। যেখানে থাকবে ফিফা-এএফসি নির্দেশিত সুযোগ-সুবিধা (কমপ্লায়েন্স)। সালাউদ্দিন বলেছেন, আমি আমার কমিটি নিয়ে যাবো প্রধানমন্ত্রীর কাছে, ফিফা কমপ্লায়েন্স একটা স্টেডিয়াম চাইবো।

2021-05-04 21:31:03

0000-00-00 00:00:00

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *