প্রায় ১ মিলিয়ন অষ্ট্রেলীয়ান ২৫,২০০ ডলার জরিমানার ঝুঁকিতে

অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস ATO তত্বমতে, করোনার শুরুতে ২.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান সুপার ফান্ড থেকে ১০,০০০ ডলার তুলে নেয়। যাদের ইনকাম না কমায় যারা শর্ত ভঙ্গ করে দ্বিতীয় দফায় আবার ১০,০০০ টাকা গ্রহণ করেছে তারাই এখন উল্টো ২৫,২০০ ডলার জরিমানার ঝুঁকিতে।

প্রায় ২.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান করোনা সংক্রমণের শুরুর দিকে প্রথম রিলিজ স্কিমের অধীনে ১০,০০০ তুলে নিয়েছে আর দ্বিতীয় দফায় আরো ১০,০০০ করে তুলে নেয় প্রায় ১ মিলিয়ন অষ্ট্রেলীয়ান। অবশ্য শুরুর দিকে, ATO সতর্ক করেছিল, যে সব অস্ট্রেলিয়ানরা অপ্রয়োজনীয় ভাবে তুলে নিবে তাদের ক্ষেত্রে ১২,৬০০ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে আর যারা দ্বিতীয়বার আরো ১০,০০০ ডলার সুপার স্কীম থেকে তুলে নিবে তাদের জরিমানার পরিমাণ হবে ২৫,২০০ ডলার পর্যন্ত, এখন ইনভেস্টিকেশন চলছে।

2021-05-04 20:05:54

0000-00-00 00:00:00

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *