প্রায় প্রতিদিন ভারতীয় বাহিনীর দ্বারা সীমান্তে বাংলাদেশীরা গুলিবৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করছে

সীমান্তে বারছে মৃত্যুর সংখ্যা সরকারের নেই কোন উদ্যোগ। প্রায় প্রতি দিন ঐ ভারতীয় বাহিনী এই রখম ঘঠনা ঘটাচ্ছে। অথচ এই ব্যপারে সরকারের কোন পদক্ষেপ নেই বললে ঐ চলে।

আজ শনিবার (৪ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে জাহাঙ্গীর নামে এক কৃষককে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নিহত জাহাঙ্গীর শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার আইনাল হকের ছেলে।

নিহতের ভাতিজা মাসুদ ও শাহবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল ৯টার দিকে জাহাঙ্গীর সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন।

এ সময় ভারতের শ্বশানী গোপালনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন। পরে বাংলাদেশের অভ্যন্তরে তার মরদেহ ফেলে দেন বিএসএফ সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, বিষয়টি তিনি শুনেছেন। কোম্পানি কমান্ডারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *