প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের কোনো ভোগান্তির সৃষ্টি করা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী ইমরান আহমেদ।
শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।
এদিকে বিমানের ভাড়া, করোনা ইস্যুসহ নানা বিষয়ে প্রবাসী শ্রমিকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এ ব্যাপারে ইমরান আহমেদ বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা এবং বিমানের বেশি ভাড়ার বিষয়ে সিভিল অ্যাভিয়েশন, ইমিগ্রেশন ও বিমানকে জিজ্ঞাসা করুন। চিল্লাচিল্লি আর চিঠি দিতে দিতে এ মুহূর্ত পর্যন্ত আমি অপারগ।
‘অতীতে রিক্রুটিং এজেন্সি, দালালের প্রতারণা ও সিন্ডিকেট অনেক কিছু হয়েছে। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে এই অতীতকে দূর করার চেষ্টা করে এসেছি। আমি কিন্তু কোনো সিন্ডিকেটের পক্ষপাতী নই।’
এসময় তিনি আরও বলেন, সৌদিতে কোয়ারেন্টিনের ব্যাপারে ২৫ হাজার টাকা ভর্তুকি দিয়েছি। এমনকি পিসিআর টেস্টের ফি ১ হাজার ৬০০ টাকা আমরা বহন করব।
বাংলাদেশ কোনো প্রকার সিন্ডিকেট ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, দেশটিতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ডাটাব্যাংক থেকেই কর্মী পাঠাতে চায় সরকার।
সংবাদ সম্মেলনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বিএমইটি মহাপরিচালক শহীদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে
2022-04-09 16:37:13
2022-04-09 06:37:13