প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি

প্রতিপক্ষের মাঠে শনিবার ৩-১ গোলের জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটি। ম্যাচের চতুর্থ মিনিটেই রহিম স্টার্লিংয়ের হেডে এগিয়ে যায় সিটি। এরপর বার্নার্দো সিলভা দুই অর্ধে একটি করে গোল আদায় করলে ৩-০ তে লিড পায় সিটি। ৭৪ মিনিটে ওয়াটফোর্ডের হয়ে ব্যবধান কমানো গোল করেন কুচো হার্নান্দেজ। 
দিনের প্রথম ম্যাচে ওয়েস্টহ্যামের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় চেলসি। আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলে নাটকীয় জয় তুলে নেয় লিভারপুল। সুবাদে শীর্ষে উঠে যায় তারা। তবে সিটির জয়ে তারা দ্বিতীয় স্থানে চলে গেছে। চেলসি নেমে গেছে তিনে। 
১৫ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট সিটির। লিভারপুল ও চেলসির পয়েন্ট যথাক্রমে ৩৪ ও ৩৩।

2022-04-09 16:37:13

2022-04-09 06:37:13

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *