পুলিশ ও সেনাবাহিনীকে সাধারণ ক্ষমা ঘোষণা করল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা শাখাসহ আগের সরকারের জন্য কাজ করা প্রত্যেককে সাধারণ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, কাবুল বিমানবন্দরের চেকপয়েন্ট পরিচালনার কাজে ফিরেছেন আফগান পুলিশ। তালেবানদের সঙ্গে কাজ করছেন তারা। গত মাসে পদত্যাগ করে চলে যাওয়া অনেকের কাছে তালেবান কমান্ডারের ফোনকল পৌঁছার পর কাজে ফিরেছেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশ বাহিনীর একজন সদস্য এএফপিকে বলেন, ‘আমি বাড়ি চলে গিয়েছিলাম, দু’সপ্তাহ পর আবার ফিরলাম।’

অন্য একজন কর্মকর্তা বলেন, ‘গতকাল (শনিবার) ছিল দুর্দান্ত, আবার কাজে ফিরতে পেরে দারুণ লাগছে।’

2021-09-13 17:28:51

2021-09-13 07:28:51

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *