পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান জেলেনস্কি

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর আগ্রাসন চলছে। চলমান এই যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় বসতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। 
এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান জেলেনস্কি। তিনি বলেন, এটি দেখা করার সময়, কথা বলার সময়। এটি ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা ও ন্যায়বিচার পুনরুদ্ধার করার সময়। অন্যথায় রাশিয়ার ক্ষয়ক্ষতি এতটাই ব্যাপক হবে যে, এটি কয়েক প্রজন্ম পর্যন্ত পূরণ করতে পারবে না। 
রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এখনই যুদ্ধ শেষ করতে হবে। আলোচনায় বসতে হবে। আলোচনার জন্য ইউক্রেনের প্রস্তাবগুলো টেবিলে রয়েছে। 
প্রসঙ্গত, পশ্চিমা দেশগুলোর ন্যাটোতে যোগ দেয়াকে কেন্দ্র করে গত বছরের শেষের দিন থেকে দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। পরে গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে।

2022-04-09 16:35:01

2022-04-09 06:35:01

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *