রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে মন্তব্যের জন্য এবার সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ড সফরে গিয়ে ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চল দেখতে যান তিনি। এ সময় পুতিনকে কসাই আখ্যায়িত করেন বাইডেন। পুতিনের ক্ষমতায় থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দেশ পরিচালনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। এটি নিয়ে চলছে নানা সমালোচনা। বিশ্বের বিভিন্ন দেশ এর সমালোচনা করছে। সরাসরি সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যুক্তরাষ্ট্রের ভেতরে তো সমালোচনা চলছেই, এর বাইরেও নানা দেশ এর সমালোচনা করছে।শনিবার পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের বিভিন্ন শরণার্থী শিবির ঘুরে দেখেন জো বাইডেন।
এ সময় তিনি রুশ প্রেসিডেন্টের ক্ষমতায় থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন। তার এই মন্তব্যের পর তীব্র সমালোচনা করে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ক্রেমলিন। এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রক্ষমতায় কে থাকবে, সে সিদ্ধান্ত বাইডেন নেবেন না।
ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রথম ধাপ সমাপ্তির ঘোষণার পরও থেমে নেই হামলা, গোলাবর্ষণ। এখন থেকে শুধু পূর্ব ইউক্রেনে মনোযোগ বাড়ানোর কথা বলা হলেও মস্কোর ওই ঘোষণার এক দিন না যেতেই শনিবার পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহরের আবাসিক এলাকা লক্ষ্য করে রুশ বাহিনী দফায় দফায় রকেট হামলা চালায় বলে অভিযোগ করেন নগর মেয়র।
2022-04-09 16:40:57
2022-04-09 06:40:57