দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অজিরা। ইতোমধ্যে টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী ৪ মার্চ থেকে শুরু হবে এই সিরিজ।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার জশ হ্যাজেলউড। নাথান লায়ন ও মিচেল সোয়েপসনের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে দলে ডাক পেয়েছেন অ্যাশটন অ্যাগার। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে খেলেছিলেন অ্যাগার।
দলে বড় কোনো চমক নেই। দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে আছেন মিচেল মার্শ। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও হ্যাজলউডের সঙ্গে পেস আক্রমণে থাকবেন মাইকেল নেসার।
আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। এরপর ১২ মার্চ করাচিতে সিরিজের দ্বিতীয় ও ২১ মার্চ লাহোরে তৃতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। সবগুলো ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।
2022-04-09 16:36:18
2022-04-09 06:36:18