পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট ড্র

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট অনুমিতভাবেই ড্র হয়েছে। তবে ড্রর আগে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি আদায় তরে নিয়েছেন পাকিস্তান ওপেনার ইমাম-উল-হক। তার সঙ্গী আবদুল্লাহ শফিকও হাঁকিয়েছেন শতক। 
১৯৯৮ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে গেছে অস্ট্রেলিয়া। 
ঐতিহাসিক এই ম্যাচে ৪ উইকেটে ৪৭৬ রানে তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। ইমাম ১৫৭ ও আজহার আলি ১৮৫ রান করেছিলেন। 
সফরকারী অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে তুলে ৪৫৯ রান। উসমান খাজা ৯৭, মারনাস লাবুশেন ৯০ ও স্টিভেন স্মিথ ৭৮ রান করেন। 
আগের দিনের ৭ উইকেটে ৪৪৯ রান নিয়ে মঙ্গলবার পঞ্চম ও শেষ দিন শুরু করে অজিরা। এদিন ১৯ বলের মধ্যে তাদের প্রথম ইনিংস থামার পর পাকিস্তান দ্বিতীয় ইনিংস শুরু করে। 
ড্র-য়ে দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৫২ রান করে পাকিস্তান। শফিক ১৩৬ ও ইমাম ১১১ রানে অপরাজিত ছিলেন। 
রান উৎসের টেস্টে শফিক ও ইমাম উদ্বোধনী জুটিতে গড়েছেন রেকর্ড। 
তাদের ২৫২ রানের জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড। 
অস্ট্রেলিয়া এই টেস্টে প্রতিপক্ষের মাত্র ৪ উইকেট আদায় করতে পেরেছে। সঙ্গে রয়েছে খাজা ও লাবুশেনর সেঞ্চুরি মিসের হতাশা। 
অজিদের এই টেস্ট শুরু করতে হয়েছিল কিংবদন্তি রড মার্শের চিরবিদায়ের খবর শুনে। পরে প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগেই আসে লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের চলে যাওয়ার খবর। 
২০০৯ সালে শ্রীলঙ্কা দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত ছিল পাকিস্তান থেকে। তত দিন সংযুক্ত আরব আমিরাতকে নিজের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে পাকিস্তান। 
শেষ ক’বছরে পরিস্থিতি বদলেছে। অস্ট্রেলিয়াও ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গেছে।  সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে সমান সংখ্যক ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা।

2022-04-09 16:35:27

2022-04-09 06:35:27

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *