আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের শেষ দুই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষের আগেই দল ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।
এদিকে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং হয়েছে সাকিবের। এই ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে তার। টি-টোয়েন্টিতে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
সাকিবকে না পাওয়া গেলেও নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টি সিরিজেও পাওয়ার আশা বিসিবি প্রধান চিকিৎসকের। পেটের ব্যথায় ভুগে তিনিও বিশ্বকাপের শেষদিকে মাঠে নামতে পারেননি।
আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
2022-04-09 16:39:27
2022-04-09 06:39:27