পাকিস্তানের প্রত্যন্ত তবে দর্শনীয় গিলগিট-বাল্টিস্তান বা জিবি অঞ্চল ব্যবসায় কেন্দ্রে পরিণত হচ্ছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) ছোঁয়ায়।
সাবেক নর্দার্ন এরিয়া ও একসময় জম্মু ও কাশ্মীরের অংশ এই অঞ্চলটি বিশ্বের উচ্চতম পার্বত্য এলাকা- কারাকোরাম, হিমালয়, হিন্দুকুশ ও পামিরের মিলনস্থলে অবস্থিত। এখানেই এখন বিপুলসংখ্যক পেশাদার, সমৃদ্ধ লোকের উপস্থিতি দেখা যাচ্ছে। সিপিইসি এই এলাকাকে বদলে দিচ্ছে এবং লোকজন ফিরে আসছে গিলগিট-বাল্টিস্তান অঞ্চলে বিনিয়োগ করার জন্য।
ঐতিহাসিকভাবে সমৃদ্ধ গিলগিট-বাল্টিস্তানকে ব্যবসা কেন্দ্রে পরিণত করছে সিপিইসি
ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এলাকাটি রুশ, ব্রিটিশ ও চীনা সাম্রাজ্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও প্রত্যক্ষ করেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে ট্রেকার ও রোমাঞ্চপ্রিয় পর্যটকদের দেখাও পেয়েছে।
হাসান নাসর, ৪৬, থাই রাজধানী ব্যাংকক থেকে ফিরে এসেছেন। তিনি জিবির রাজধানী গিলগিটে মূল্যবান পাথরের ব্যবসা প্রতিষ্ঠা করেছেন। অঞ্চলটি কয়েক বিলিয়ন ডলারের সিপিইসি প্রবেশদ্বার হওয়ায় ব্যাংক, বিনিয়োগকারী, ফুড চেইনগুলো এই পার্বত্য অঞ্চলে সরে আসছে।
নাসর বলেন, চলতি এপ্রিলে ব্যাংকক থেকে গিলগিটে ফিরে এসেছি। সিপিইসি পুরোপুরি কার্যকর হলে এটি ব্যবসা কেন্দ্রে পরিণত হবে। এই আশায় এখানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছি। তার জেমস গ্যালারিটি নগরীর সুন্দর মার্কেটে অবস্থিত।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৬০০ কিলোমিটার (৩৭২ মাইল) দূরে অবস্থিত গিলগিট-বাল্টিস্তানের অনেক লোকই বলছেন যে সিপিইসি হতে যাচ্ছে গেম চেঞ্জার, নগরীকে বদলে দিচ্ছে, তাদের ভাগ্য বদলে যাচ্ছে।
৬৪ বিলিয়ন ডলারের রাস্তা, রেলওয়ে, পাইপলাইনের নেটওয়ার্ক সিপিইসির লক্ষ্য হলো চীনের কৌশলগত গুরুত্বপূর্ণ জিনজিয়াং প্রদেশকে পাকিস্তানের বালুচিস্তানের গোয়াদর বন্দরের সাথে যুক্ত করা।
এই করিডোরটি চীনকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে যাওয়ার সহজ সুযোগ করে দেবে। আর পাকিস্তানকে কিংবদন্তির সিল্ক রোডের নতুন নেটওয়ার্কে ব্যবসা করার মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করার সুযোগ দেবে।
অবশ্য নাসর মনে করেন, এখানে ব্যবসা করার সম্ভাবনা বিপুল থাকলেও আবহাওয়া সবকিছু ভণ্ডুল করে দিতে পারে। তিনি বলেন, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত যে শীত থাকে, তাতে সবকিছুই বরফে চাপা পড়ে যায়।
নির্মল দৃশ্য
জিবির সাবেক মুখ্যমন্ত্রী হাফিজ হাফিজুর রহমান আনাদুলু এজেন্সিকে বলেন, সরকার গত ৫ বছরে বেশি বেশি পর্যটক ও বিনিয়োগকারীকে আকৃষ্ট করার জন্য অবকাঠামো নির্মাণ করছে। তিনি ২৩ জুন তার ৫ বছর মেয়াদ সম্পূর্ণ করেছেন।
এই অঞ্চলে বেশ কয়েকটি সুন্দর উপত্যকা আছে। এসবের মধ্যে রয়েছে নগর, হানজা, গিলগিট, অ্যাটাবাদ, খাপলু, শিগার, গুপিস, আস্তর ও শাকদু ভ্যালি। গ্রীষ্মকালে বিদেশী ও স্থানীয় পর্যটকদের এসব স্থান আকৃষ্ট করে।
কর্মকর্তারা জানান, এই অঞ্চলের বিপুল পানিসম্পদের কারণে জ্বালানির সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এখানে পানি থেকে ৫০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতে পারে।
সাবেক মুখ্যমন্ত্রী বলেন, আমর এখানে বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য তুর্কি কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছি।
কারাকোরাম হাইওয়ে, প্রযুক্তিগত উৎকর্ষতা
স্থানীয় লোকজন শীতকালে কারাকোরাম হাইওয়ে ব্যবহার করে। এর উচ্চতা ও সর্বোচ্চ পর্বতগুলোকে ক্রিসক্রসিংয়ের জন্য রাস্তাটিকে অষ্টম আশ্চর্য হিসেবে বিবেচনা করা হয়।
চীনা ও পাকিস্তানি প্রকৌশলীরা ২০ বছরে রাস্তাটি নির্মাণ করেছেন। নির্মাণকাজের সময় এক হাজার লোক প্রাণ হারিয়েছেন। পাথুরে পর্বতমালার মধ্য দিয়ে রাস্তাটি চলে গেছে তার গন্তব্যে।
রাস্তার খারাপ অবস্থা বিড়ম্বনায় ফেলে পর্যটকদের
অবশ্য, গিলগিট বাল্টিস্তানের থাকোট থেকে রেইকোট পর্যন্ত কারাকোরাম হাইওয়ের ১৩৬ কিলোমিটার এলাকা বেশ বিড়ম্বনাপূর্ণ। পর্যটকেরা বেশ সমস্যায় পড়েন।
নাঙ্গা পর্বতের (বিশ্বের ৯ম উচ্চতম পর্বত, উচ্চতা ৮,১২৬ মিটার) প্রবেশদ্বার রেইকোট শহর।
রহমান বলেন, নওয়াজ শরিফের নেতৃত্বাধীন সাবেক সরকার রাস্তার এই অংশটির জন্য ১৬ বিলিয়ন রুপি বরাদ্দ করেছিলেন। কিন্তু নতুন সরকার তা প্রত্যাহার করেছে। ফলে নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে।
পর্যটক শায়েস্তান বাহার বলেন, থাকোট থেকে রেইকোটে যেতে সময় লাগে ১৮ থেকে ২০ ঘণ্টা। রাস্তা ভালো না থাকার কারণেই এমনটি ঘটে।
হিমবাহ গলছে, বন্যা হচ্ছে
তবে এই অঞ্চলের লোকজনকে সবচেয়ে বেশি যে বিষয়টি উদ্বেগে ফেলেছে, তা হলো হিমবাহগুলোর গলে যাওয়া। এর ফলে আকস্মিক বন্যা হচ্ছে। গত বছর জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ৫ম স্থানে ছিল পাকিস্তান।
জিবি অঞ্চলের হিমবাহগুলোই বিখ্যাত সিন্ধু নদের পানির প্রধান উৎস। এই পানিই পাকিস্তানের ভাটিতে খাবার ও সেচের যোগান দেয়।
2021-05-04 18:08:03
0000-00-00 00:00:00