এই শহরের কোথাও ফুল ফুটছে
চাঁদ উঠছে
আমি দূর থেকে পাচ্ছি তার
সুবাস
মাখছি জ্যোৎস্না
আবার আমার ভেতরে ভালোবাসা জাগছে
নতুন জেগে ওঠা চরের মত
আমার ঠোঁটে হাসি আসছে
আবার আমার অন্য রকম লাগছে
মনে হচ্ছে আমি শীত নিদ্রা থেকে জেগে উঠছি
কে যেন আমাকে ডাকছে
তার থেকে ছুটে আসছে আলোর সঙ্কেত
আমি সে আলোয় ভেসে যাচ্ছি
আমার ভেতরে কেমন যেন সাজ সাজ কলরব
আমার কি আবার পতন হচ্ছে?
আহসান হাবীব
ঢাকা
2021-09-30 16:42:51
2021-09-30 06:42:51