নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নে

বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট না দিলে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন।

বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট না দিলে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন
ভোটের অধিকার হরণকারী জাবির হোসেন

ওই পৌরসভার ৫নং ওয়ার্ডের এক গণসংযোগে এসব কথা বলেন তিনি। তার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তার এমন বক্তব্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সাধারণ ভোটারদের মাঝে।

ভিডিওতে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেন আকনের নির্বাচনী গণসংযোগ আঞ্চলিক ও শুদ্ধ ভাষায় বক্তৃতা রাখতে দেখা যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন।

অ্যাডভোকেট জাবির হোসেন ওই ভিডিওতে বলতে শুনা যায়, ‘যার কান্দেই ভর দিয়ে ভোট কেন্দ্রে আসেন মনে রাখবেন কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিতে হবে। নৌকায় ভোট না দিলে ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই।

আমি বলছি কেন্দ্রের কাছেও যাবেন না। মনে করতে পারেন মোরা তো নৌকাই আছি কেন্দ্রে গিয়ে অন্যতায় ভোট দিবেন। সে চিন্তা বাদ। নৌকায় ভোট নিশ্চিত করতে হবে। কমিশনারের ভোট যাতে দেন কোনো সমস্যা নেই। ৫নং ওয়ার্ড টেন মার্কা।’

তিনি বলেন, ‘আমাদের কান ঝালাফালা হয়ে গেছে। যার কারণে কাউকে বিশ্বাস করতে পারি না। বিশ্বাস মরে গেছে। বাপে পোলারে বিশ্বাস করে না। তাই কাউকে বিশ্বাস করি না। যার কারণে নৌকার ভোট নিশ্চিত করতে হবে।’

তার এই বক্তব্যে বিএনপি ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ভিডিওর একটি সিডিসহ রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করার কথা রয়েছে বাকী ৪ প্রার্থীর।

স্বতন্ত্র মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, আমার কর্মীদের নৌকার কর্মীরা নানাভাবে হুমকি দিচ্ছেন, প্রচারণায় বাধা দিচ্ছেন। ঘরে বসে থাকতে হয়। এভাবে চলতে থাকলে এজেন্ট দেয়া যাবে না। এইসব কারণে সাধারণ ভোটাররাও শঙ্কায় রয়েছেন। সব সময় তারা মাইকিং করে বলেন নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাবেন না।

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন বিষয়টি স্বীকার করে বলেন, ওটা ছিল নিজেদের উঠান বৈঠক। তাই কথাগুলো বলছি। ওটাতো জনসভা না। নিজেদের উঠান বৈঠক। উঠান বৈঠকে নিজেদের লোকদের বলছি। এটাতে কোনো প্রবলেম নেই। সাধারণ ভোটাররা যে যেখানে খুশি ভোট দেবে, এটাতে আমাদের কোনো আপত্তি নেই।

এ বিষয়ে রিটার্নিং অফিসার সাবরিনা সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো এখনও কোনো অভিযোগ পাইনি। যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে দিন। তদন্ত করে ব্যবস্থা নেব।

2021-03-13 20:37:34

2021-01-25 06:25:33

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *