নৌকায় সিল দেওয়া ব্যালটসহ এজেন্ট আটক

রংপুরের তারাগঞ্জে ভোট চলাকালীন নৌকা প্রার্থীর এজেন্ট আতাউর রহমানকে নৌকা মার্কায় সিল দেওয়া ৫টি ব্যালটসহ আটক করেছে পুলিশ। 
রোববার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হাড়িয়ার কুটি ইউপির খলেয়া ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। 
আতাউর রহমান একই ইউপির খিয়ারডাঙ্গা গ্রামের খলিলুর রহমানের ছেলে। আতাউর রহমানকে আটকের পর থানায় হস্তান্তর করেন আইনশৃঙ্খলা বাহিনী। 
স্থানীয়রা জানান, আতাউর রহমান নৌকার এজেন্ট থাকার পাশাপাশি নৌকার জন্য ব্যালট পেপার ক্রয় করে আসছিলো। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হলে নৌকা মার্কায় সিল দেওয়া ৫টি ব্যালট পেপারসহ আতাউর রহমানকে আটক করেন। 
ওই কেন্দ্রে ১০০/৫০০ টাকার বিনিময়ে ভোটার ও ইউপি সদস্যরা ব্যালট পেপার ক্রয় বিক্রয় করে আসছেন। 
রংপুরে তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি, ইকরচালী, আলমপুর, সয়ার ও কুর্শা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০, সংরক্ষিত আসনে নারী সদস্য পদে ৭১ ও সাধারণ সদস্য পদে ১৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের পাঁচ, জাতীয় পার্টির এক, ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ, জাসদের এক ও স্বতন্ত্র ১৮ প্রার্থী রয়েছেন। পাঁচ ইউনিয়নে ৫৫ হাজার ৮৫২ জন পুরুষ এবং ৫৫ হাজার ১৫৬ জন নারী ভোটার আছেন।

2022-04-09 16:38:01

2022-04-09 06:38:01

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *