নভেম্বরে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচকে সামনে রেখে আগামী ১০ দিনের মধ্যে জাতীয় দলের জরুরি ক্যাম্প ডাকা হবে। জানিয়েছেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ক্যাম্পেই কোচ এবং খেলোয়াড়দের করোনা টেস্ট করা হবে বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি কোভিড পরিস্থিতির কারণে, নেপালকে ৭ দিনের কোয়ারেন্টিনের প্রস্তাব দেবে বাফুফে। উক্ত সময়ে তাদের দেয়া হবে অনুশীলন সুবিধাও।
ফুটবলহীন স্টেডিয়ামটা আবারো প্রাণ ফিরে পাবার অপেক্ষায়। নেপাল সরকারের এক অনুমতিতে হাঁফ ছেড়ে বেঁচেছে ফুটবল ফেডারেশনও। ৭ মাস ধরে যে ফুটবলকে মাঠে গড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলো সবাই, আসতে যাচ্ছে সে মাহেন্দ্রক্ষণ।
ফিফা উইন্ডো অনুযায়ী নভেম্বরের ১১ থেকে ১৯ তারিখ পর্যন্ত দু’টি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে নেপাল জাতীয় দল। যার জন্য নিজেদের প্রস্তুত করতে জরুরি ভিত্তিতে ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত ফেডারেশনের।
বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে ক্যাম্প কল করা হবে। সব কোচিং স্টাফ এবং ফুটবলারদের সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এবার ঢাকাতেই ক্যাম্প আয়োজন করবো।
ক্যাম্প আয়োজন করতে হলে প্রয়োজন হবে বিদেশী কোচ এবং স্টাফদের। বিষয়টি বিবেচনায় আছে ন্যাশনাল টিমস কমিটিরও। তাই তো, দ্রুততম সময়ের মধ্যে তাদের কাজে ফেরার নির্দেশনা পৌঁছে গেছে ইংল্যান্ডে।
কাজী নাবিল আহমেদ বলেন, জেমি ডে এবং স্টুয়ার্টকে ডেকে পাঠানো হয়েছে। এরমধ্যে স্থানীয় কোচরা বাকি কাজ সামলাবেন। আমরা ফিটনেস ট্রেনার এবং গোলকিপিং কোচ খুঁজছি। অন্তর্বর্তীকালীন কাউকে পেলেও নেয়ার চেষ্টা করবো।
বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতিতে নতুন দুনিয়ার সাথে তাল মেলাতে, প্রশ্ন থাকছে কোয়ারেন্টিন নিয়েও। বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। আপাতত ৭ দিনের কোয়ারেন্টিনের প্রস্তাব দেয়া হবে নেপাল ফুটবলকে।
ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান বলেন, এখানে তাদের একটা হোটেলে রাখার ব্যবস্থা করবো। খাওয়া-দাওয়া সব এখানেই হবে। তাদেরকে মাঠে নিয়ে যাওয়া-আসা করা হবে নির্দিষ্ট পরিবহনে। ফাঁকা মাঠে তারা অনুশীলন করতে পারবে। আমাদের দলের জন্যও একই ব্যবস্থা করা হবে।
নেপাল ফুটবল ফেডারেশনের কাছ থেকে লিখিত সম্মতিপত্র পেলেই, দু-একদিনের মধ্যে ভেন্যুসহ বাকি আনুষ্ঠানিকতা শুরু করবে বাফুফে।
2021-05-04 21:27:14
0000-00-00 00:00:00