নেপালের বিপক্ষে বাংলাদেশের ২-০ গোলের জয়

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলে হারালো বাংলাদেশ, এ জয়ে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত সিরিজে এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

করোনা-পরবর্তী সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আট মাস পর মাঠে গড়াল ফুটবল। কিক অফের শুরু থেকে তাই কিছুটা ধীরস্থির নীতিতে খেলতে থাকে দু’দল। কিন্তু সময় গড়াতেই মাঝমাঠের দখল নিয়ে নেয় জেমি বাহিনী।

দুই উইং ব্যবহার করে একের পর এক আক্রমণ করে সাদ-মানিকরা। এর মাঝে দশম মিনিটে আনন্দে ভাসে স্বাগতিক সমর্থকরা। কাউন্টার অ্যাটাকে সাদের অ্যাসিস্ট থেকে স্কোর করেন নাবিব নেওয়াজ জীবন। ১ শূন্য গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় অতিথি দল। কিন্তু জেমির কৌশলের সামনে মাত খেয়ে যায় মাহারজন। প্রাণপণ চেষ্টা করেও জিকোকে ফাঁকি দিতে পারেননি নেপালের ফরোয়ার্ডরা।

উলটো প্রতি আক্রমণ থেকে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন মাহবুবুর রহমান সুফিল। ২-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিকরা।

2021-05-04 21:32:08

0000-00-00 00:00:00

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *