“নীলাম্বরী” – শাড়ী ফটোশ্যূট

সিডনী প্রবাসী আবৃত্তিকার মুনা মুস্তাফা সিডনীর সাংস্কৃতি জগতে এক পরিচিত মুখ। শিল্পী বাবা কে জি মুস্তাফার কাছ থেকে ছোটবেলা থেকেই পেয়েছেন সৃষ্টিশীল কাজের অনুপ্রেরণা। স্কুল জীবনে স্বরচিত কবিতা আবৃত্তি ও দেয়াল পএিকা করে পেয়েছেন একাধীক পুুরস্কার। আবৃত্তি শিখেছেন স্বনামধন্য আবৃত্তিকার কাজী আরিফে কাছে, “মুক্তকণ্ঠে”। ছাএ জীবনে বিটিভি ও অন্যান্য চ্যানেলে বেশ কিছু আবৃত্তি বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

মুনা মুস্তাফা ঢাকার রামপুরায় জন্মগ্রহণ করেন। স্কুল ও কলেজ জীবন মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাএী ছিলেন। পরবর্তীতে ইডেন মহিলা কলেজ এ ম্যানেজম্যান্ট এ মাস্টার্স করেন।এরপর সিডনীর হোমস ইনসটিটিউট থেকে গ্রাজুয়েট ডিপলোমা এমপিএ ও এমবিএ করেন তিনি। বর্তমানে সিডনী ইউনিভার্সিটিতে কনসিয়ার্জ হিসেবে কাজ করছেন মুনা।

ছোটবেলা থেকে সাংস্কৃতিক পরিমন্ডলে বড় হওয়া মুনা বর্তমানে শখের বশে ফ্যাশন ডিজাইনিং করছেন। তার কাজ লেইস, জর্জেট, সিল্ক, আরগেনজা ও আরো অন্যান্য মেটেরিয়াল নিয়ে।

শখের বশে করা তার কাজগুলি অনেকেরই নজর কেড়েছে তাই ২২ নভেম্বর করলেন তার শাড়ীর ফটোশ্যূট। ওয়ালী পার্কের মনোরম পরিবেশে ফটোশ্যূটে অংশগ্রহন করেছিলেন বৈচিত্র্যময় ডিজাইনের শাড়ী পরা অসাধারণ সুন্দরীরা।

মুনা জানান, তার তার ফ্যাশন হাউজের নাম “নীলাম্বরী”, শাড়ীগুলিতে তিনি বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন তাই লেইস, ফার, ফ্রীল ব্যবহার করেছেন। একটু ভিন্ন মাএার এই শাড়ীগুলি ফ্যাশনেবল নারীদের ফ্যাশনে অন্যমাএা যুক্ত করবে বলে তিনি আশা করেন। এই মুহূর্তে পেশাগত জীবনের ব্যস্ততার কারণে তিনি শাড়ীর কোন পেইজ ওপেন করতে না পারলে ও অদূর ভবিষ্যতে পেইজ খোলার পরিকল্পনা করছেন বলে তিনি জানান। বর্তমানে তার ব্যক্তিগত ফেইসবুকেই তিনি স্বল্প পরিসরে এই ফ্যাশন হাউজটি পরিচালনা করছেন এবং আরো অনেক নতুন নতুন ডিজাইনের শাড়ী, ল্যাহেঙ্গা ও ভিন্ন ধরনের পোশাক নিয়ে আসবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। খুব শীঘ্রই ফ্যাশন বিষয়ক প্রাতিষ্ঠানিক কোর্স করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। আমরা অজ বাংলা নিউজের পক্ষ হতে সদা হাস্যমুখী মুনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। ছবিতে সিডনীর সুন্দরী রমনীরা – আমিনা, মেরিনা, শিপু, ঊর্মি ও মিথীলা। Photo Credit: Gold Dust

2021-03-04 07:58:13

2021-03-03 20:58:13

Published
Categorized as 25

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *