নিয়মিত খেলতে না পারলে পদত্যাগ করবো : কাজী সালাউদ্দিন

কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ফলাফলে সন্তুষ্ট নন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে এর জন্য ঢালাওভাবে ফুটবলারদেরকেও দোষ দিতে রাজি নন বাফুফে বস। বরং তাদের জন্য নিয়মিত ম্যাচ আয়োজন করতে না পারায় নিজেদের ব্যর্থতার কথাও স্বীকার করেছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, জাতীয় দলের জন্য নিয়মিত ম্যাচ আয়োজন করতে না পারলে পুরো কমিটি সহ পদত্যাগ করবেন।

বাফুফে ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যখন অস্ট্রেলিয়ার সাথে ৪ গোলে হারলাম, তখন থেকে যদি আমরা নিয়মিত ম্যাচ খেলতে থাকতাম তাহলে আজকে আপনারা ভিন্ন ফল দেখতে পেতেন। আমি আজকে আপনাদেরকে ওয়াদা করলাম, যেভাবেই হয় আমরা এখন থেকে নিয়মিত ফুটবল ম্যাচ খেলবো। যদি কন্টিনিউ করতে না পারি, আমি আমার গোটা কমিটিকে বলবো, তোমরা সবাই রিজাইন করো। আমিও পদত্যাগ করবো। এটা মিনিস্ট্রি অব স্পোর্টস করুক কিংবা যেখান থেকেই হোক, আমাদেরকে এটা কন্টিনিউ করতে হবে।

তবে ম্যাচ আয়োজন করা যে কষ্টসাধ্য আর খরুচে বিষয়, সেটিও তুলে ধরলেন কাজী সালাউদ্দিন।

তিনি বলেন, আমি বাজেট করে দেখেছি একেকটা ম্যাচ আয়োজন করতে ২ কোটি টাকা লাগে। তাহলে ৩ টা ম্যাচ খেলতে হলে আমা’র ৬ কোটি টাকা লাগবে। এই ৬ কোটি টাকা আমাকে যোগাড় করতে হবে ইমিডিয়েটলি। তাহলে আমি প্লেয়ারদেরকে প্রেশার দিয়ে ভালো খেলাটা আদায় করতে পারবো।

বিশ্বকাপ বাছাই পর্বের বাকি ম্যাচগুলোর আগে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন টানা ৪র্থবারের মতো নির্বাচিত হওয়া বাফুফে সভাপতি।

2021-03-04 08:14:56

2021-03-03 21:14:56

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *