নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার সমালোচনা করলো ই-৩

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির ওপর থেকে সর্বশেষ নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করেছে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি।

এই নিষেধাজ্ঞা ছাড়ের কারণে ইরানের পরমাণু কর্মসূচিতে রাশিয়া, চীন এবং ইউরোপীয় কোম্পানিগুলো আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টর, ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা, বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং তেহরান রিসার্চ রিঅ্যাক্টরে কাজ অব্যাহত রাখতে পেরেছিল।

সম্প্রতি মার্কিন সরকার ইরানের পরমাণু কর্মসূচির ওপর থেকে সে নিষেধাজ্ঞা ছাড় বাতিল করেছে। এ বিষয়ে ইউরোপের এই তিন দেশ গতকাল (শনিবার) এক যৌথ বিবৃতিতে বলেছে, “নিষেধাজ্ঞা বাতিল করার মার্কিন সিদ্ধান্তে আমরা গভীরভাবে দুঃখিত।” বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সব প্রকল্প শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং ২২৩১ নম্বর প্রস্তাব পাসের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার স্বীকৃতি দিয়েছে।

গত বুধবার মার্কিন যুদ্ধবাজ পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান মাইক পম্পেও ঘোষণা করেছেন যে, ইরানের পরমাণু কর্মসূচির ওপর থেকে সর্বশেষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। তিনি বলেন, আগামী ৬০ দিনের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মার্কিন এ সিদ্ধান্তের বিরুদ্ধে এরইমধ্যে রাশিয়া এবং চীন প্রতিবাদ করেছে।

2021-05-02 17:56:19 2021-05-03 00:56:19
Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *