অষ্ট্রেলীয়ার নিউ সাউথ ওয়ালসে গত ২৪ ঘন্টায় COVID-19 ভাইরাসে আরও ৩ জন সনাক্ত হয়েছে, এই নিয়ে রাজ্যে মোট সংখ্যা 3,098 জন হয়েছে। গতকালের তিনজনই বিদেশী ভ্রমণকারী।
ইতিবাচক সংবাদ সত্ত্বেও, NSW স্বাস্থ্য বিভাগ সতর্ক করেছে যে ভাইরাসটি সুযোগ পেলেই আবার ছড়িয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
বৃহস্পতিবার প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সাংবাদিকদের বলেন, নিষেধাজ্ঞাগুলি তুলে নেওয়া হলেও ভাইরাসের ঝুঁকি থেকে যাচ্ছে এজন্য আমাদের সচেতন থাকতে হবে, NSW তে যতগুলো ভাইরাসে সংক্রমন হয়েছে তার অধিকাংশ হোটেলগুলির কোয়ারেন্টাইন থেকে এসেছে।
আজ অবধি রাজ্য জুড়ে প্রায় 510,000 জনকে কোভিড -১৯ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। নিবিড় পরিচর্যা করে বর্তমানে ৬৭ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
2021-05-02 18:25:22 2021-05-03 01:25:22