নিলামের শেষ দিনেও অবিক্রীত সাকিব

আইপিএল নিলামের দ্বিতীয় ও শেষ দিনেও অবিক্রীত থেকে গেলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। 
বেঙ্গালুরুতে হওয়া নিলামের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সাকিবের নাম ওঠে। কিন্তু কোনো দল ২ কোটি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে নিতে আগ্রহ দেখায়নি। 
অর্থাৎ অতিনাটকীয় কিছু না ঘটলে আইপিএল ২০২২-এ দেখা যাবে না বিশ্বের অন্যতম সেরা এই স্পিনিং অলরাউন্ডারকে। 
সাকিবের এখন সুযোগ আছে কেবল কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে তার জায়গায় সুযোগ পাওয়ার। অথবা কোনো ক্রিকেটার খেলতে না পারলে তার বদলি হওয়ার। তবে এ ক্ষেত্রেও ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ থাকতে হবে তার প্রতি। 
বাংলাদেশ থেকে এবার মোট পাঁচ ক্রিকেটার সুযোগ পান নিলামে নাম অন্তর্ভুক্ত করার। এদের মধ্যে দল পেয়েছেন কেবল মোস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 
অন্য তিন জন- লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম নিলামে ওঠেনি। অর্থাৎ বাংলাদেশ থেকে এবারের আইপিএলে মাত্র একজনের প্রতিনিধিত্ব থাকছে। 
গত আসরে সাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। 
আসরটা তেমন ভালো কাটেনি তার। তবে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে রয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরা হওয়ার রেকর্ডও গড়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক। 
তা ছাড়া ২০১১ আইপিএল থেকেই একরকম নিয়মিত সাকিব। মাঝে ২০১৩ সালে ইনজুরি আর ২০২০ সালে আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারাটা ছিল ব্যতিক্রম। তাই সাকিব কোনো না কোনো দল পাবেন, এটাই ছিল তার ভক্তদের প্রত্যাশা। কিন্তু শেষ পর্যন্ত এবারের নিলাম সাকিব ও তার ভক্তদের জন্য হতাশার হয়ে থাকল। 
টানা কয়েক মৌসুম কলকাতা নাইট রাইডার্সে খেলার পর দুই মৌসুম (২০১৮ ও ২০১৯) সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন সাকিব। এরপর ২০২১ সালে ফের পুরোনো দল কলকাতায় ফেরেন। সব মিলে ৭১টি আইপিএল ম্যাচ খেলেছেন সাকিব। ৭৯৩ রানের সঙ্গে ৬৩ উইকেট তার নামের পাশে।

2022-04-09 16:35:54

2022-04-09 06:35:54

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *