নির্ধারিত সময়ে হচ্ছে না বাংলাদেশ – নিউজিল্যান্ড সিরিজ

আগামী অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সিরিজটি নির্ধারিত সময়ে হচ্ছে না।

বিসিবির পক্ষ থেকে এমনটাই নিশ্চিত করা হয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এমটায় জানান।

তিনি বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটির কোনো সম্ভাবনা নেই, কারণ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে আমরা সিরিজটি নির্ধারণ করেছিলাম। বিশ্বকাপ যেহেতু স্থগিত হয়েছে, তাই সেই সিরিজের কোনো ভিত্তি নেই।

বিসিবির আগের পরিকল্পনা অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলার কথা ছিল। মূলত বিশ্বকাপের প্রস্তুতির জন্যই সিরিজটি খেলার কথা ছিল বাংলাদেশের। 

আইসিসি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে ২০২১ সালে নিয়ে গেছে এবং ২০২১ সালে ভারতের অনুষ্ঠিতব্য বিশ্বকাপটি ২০২২ সালে পেছানো হয়েছে। তবে আগামী কোন বিশ্বকাপটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে সেটা এখনও নিশ্চিত নয়। কারণ ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে ভারতে।

দেশটি টানা দুটি বিশ্বকাপ আয়োজন করতে চায় না। এর ফলে আগামী বছর অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ হলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি নিয়ে ভাববে বিসিবি। অন্যথায় শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে না বিসিবি।

আকরাম বলেন, আমরা শুধু তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবো না। আমরা অবশ্যই ঈদের পর আলোচনায় বসবো এটা নিয়ে। আগামী বছর নিউজিল্যান্ড সফর বিশ্বকাপের উপর নির্ভর করছে।

2021-05-04 22:32:45

0000-00-00 00:00:00

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *