বলিউডের যেসব সুপারস্টারদের নাম দেখেই ছবি হিট হয় তাদের মধ্যে শাহরুখ খানের নাম থাকবে শুরুতেই।
শুধু ভারত নয়, গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে তার অনুরাগীরা। এই শাহরুখই একবার মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহের বাইরে দাঁড়িয়ে নিজের সিনেমার টিকিট নিজেই বিক্রি করেছিলেন।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘কাভি হা কাভি না’ ছবির সময় ঘটে এই ঘটনা। অ্যাডভান্স ই-টিকিট বুকিং পরিষেবার সময় ভক্তদেরকে অটোগ্রাফ দেওয়া টিকিট বিক্রি করেন তিনি। শাহরুখের ক্যারিয়ারের শুরুর দিকের সফল ছবিগুলোর মধ্যে একটি ছিল এটি।
2022-04-09 16:35:54
2022-04-09 06:35:54