পুরো ক্রিকেটবিশ্ব বিধ্বংসী অল-রাউন্ডার হিসেবেই চেনেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে। রঙ্গিন পোশাকের ক্রিকেটে তার বিকল্প চিন্তা করা কঠিন। তবে টেস্ট ক্রিকেটকে মিস করেন ম্যাক্সওয়েল। যদিও ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে আর সাদা পোশাকে খেলার সম্ভাবনা দেখছেন না তিনি। তাই আগামী ৩টি বিশ্বকাপই এখন তার লক্ষ্য।
২০১৩ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। এখনও পর্যন্ত খেলেছেন মাত্র ৭টি টেস্ট। একটি সেঞ্চুরিসহ করেছেন ৩৩৯ রান। উইকেট নিয়েছেন ৮টি। ম্যাক্সওয়েল শেষ টেস্ট খেলছেন ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে।
অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার বলেন, সত্যি বলতে, নিজেকে এখন আর টেস্ট দলের ধারে কাছেও দেখছি না। অস্ট্রেলিয়ার হয়ে ১১৬টি ওয়ানডে ম্যাচ খেলা ম্যাক্সওয়েল বলেন, তাদের (নির্বাচক) নিজস্ব পরিকল্পনা আছে। এমন কিছু ক্রিকেটার আছে, যারা প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত খেলেছে। ক্যামরন গ্রিনের তারকা হয়ে ওঠার সম্ভবনা আছে। পুকোভস্কি, ট্রাভিস হেডদের টেস্টে গড় ৪০।
2021-03-14 04:02:54
2021-03-13 17:02:54