ঐতিহ্য মেনে যুক্তরাষ্ট্রের নিউ হাম্পাশায়ারের ছোট শহর ডিক্সভিল নচ থেকে শুরু হয়েছে মার্কিন নির্বাচনে ভোট গ্রহণ। যেখানে ৫ ভোটের সবগুলো পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
মধ্যরাতে ডিক্সভিলের ভোটাররা এক কক্ষে একত্রিত হন। ভোট দেয়ার কিছুক্ষণ পরই ফল ঘোষণা করা হয়। ডিক্সভিলে এখন বাসিন্দা মাত্র ১২ জন। যার মধ্যে ৫ জন বৈধ ভোটার।
গত ৬০ বছর ধরে চলে আসছে মধ্যরাতে ভোট দেয়ার এই ঐতিহ্য। ২০১৬ সালের নির্বাচনে এই শহরের ভোটে হিলারি ক্লিনটন জিতলেও, ইলেক্টরাল কলেজ জিতেছিল রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
ডিক্সভিলের কাছের আরেক শহর মাইলসফিল্ডে অবশ্য জিতেছেন ট্রাম্প। ১৬-৫ ভোটে হারিয়েছেন বাইডেনকে
2021-05-04 22:32:26
0000-00-00 00:00:00