মুনা মুস্তাফাঃ নিউ সাউথ ওয়েলস জিরো কমিউনিটি ট্রান্সমিসন রেকর্ড করেছে। মঙ্গলবার যে নতুন ২টি পজিটিভ কেস রেকর্ড করা হয়েছে সেটি হোটেল কোরেনটাইনের বলে জানা যায়।
যদিও কোভিড পজিটিভ টেষ্টের ২য় দিনে টেষ্টের সংখ্যা ৮০০০ ছিলো। মানুষজন মধ্যম মাত্রার লক্ষণ নিয়ে টেষ্ট করাতে এসেছিলো বলে নিউ সাউথ ওয়ালস হেলথ সার্ভিস স্বস্তি প্রকাশ করে। তারা আরো যোগ করেন যে তারা চায় ২০,০০০ এর উর্ধ্বে মানুষকে তারা কোভিড টেষ্টের আওতায় আনবে এই পেনাডেমিককে নিয়ন্ত্রণে করতে। পরিবার ও বন্ধু বান্ধবের তথাপি সকলের নিরাপত্তার জন্য সন্দেহ প্রকাশ পেলেই সকলকে তারা এই টেষ্ট করাতে অনুরোধ করেন।
2021-05-04 18:26:35
0000-00-00 00:00:00