নিউটাউনের টাইম ফর থাই রেস্টুরেন্টে করোনা পজিটিভ

মুনা মুস্তাফাঃ এনএসডাব্লিউ ইনার সিটির টাইম ফর থাই রেষ্টুরেন্টে ২৮ আগষ্ট শুক্রবার ১ জন করোনা পজিটিভ কেস ধরা পরেছে। নিউটাউনের টাইম ফর থাই রেষ্টুরেন্টে শুক্রবার ঐ কোভিড পজিটিভ ব্যক্তি সন্ধ্যা ৬টা থেকে ৭৩০ এর মধ্যে ডিনার করেন।

যারা ঐ রেস্টুরেন্টে ঐ সময়ে গিয়েছেন তাদের পাবলিক হেলথ নিউ সাউথ ওয়েলস এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। সাথে ১৪ দিনের সেলফ আইসোলেসনে থাকতে বলা হয়েছে। ঐ সব ব্যক্তিকে করোনা ভাইরাস এর লক্ষণ দেখা মাএ চিকিৎসকের সরানাপন্ন হবার পরামর্শ দেয়া হয়েছে।

বর্তমানে রেস্টুরেন্টটিতে রেড এলার্ট দেয়া হয়েছে ও ক্লিনিং করা হচ্ছে।

2021-05-04 18:11:38 0000-00-00 00:00:00
Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *