নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডারন তার দলকে সবচেয়ে বড় নির্বাচনের বিজয় উপহার দিয়েছেন

নিউজিলান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডারন বয়স ৪০, দ্বিতীয় মেয়াদে গত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী বিজয় অর্জন করেছে। নিউজিলান্ডে বিরোধীদলসহ কোথাও কেউ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেননি। এমন বিজয়ে গর্ব ও আনন্দ দুটো আলাদা।

অকল্যান্ডের কয়েকশ উচ্ছ্বাস সমর্থকদের সামনে জেসিন্দা আর্ডারন বলেন তার দল গত ৫০ বছরে যে কোনও সময়ের চেয়ে নিউজিল্যান্ডবাসীর কাছ থেকে সর্বোচ্চ সমর্থন পেয়েছে।

জেসিন্দা আর্ডারন আরো বলেন এটি কোনও সাধারণ নির্বাচন হয়নি, কারণ নির্বাচনটি এই করোনাকালীন সময়ে অনিশ্চয়তা ও উদ্বেগের সাথে পরিপূর্ণ হয়েছে এবং আমরা সেটির প্রতিষেধক হতে পেরেছি।

জেসিন্দা আর্ডারনের লিবারেল লেবার পার্টি ৪৯ শতাংশ ভোট আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ ন্যাশনাল পার্টির ২৭ শতাংশ ভোট পেয়েছে।

2021-05-04 21:27:23

0000-00-00 00:00:00

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *