নারী নির্যাতন ও নৃশংসতার জন্য নরেন্দ্র মোদি দায়ী তৃণমৃল সাংসদ নুসরাত জাহান

ভারতের ধর্ষণকাণ্ডের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করছেন তৃণমৃল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে দায়ী করে নসুরাতের দেওয়া একটি স্ট্যাটাস নিয়ে ইতিমধ্যে বেশ আলোচনা চলছে দেশজুড়ে।

ভারতের হাথরাসে ধর্ষণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের পরানো একটি টুইট শেয়ার করেন। তিনি লেখেন উত্তরপ্রদেশে এসব হচ্ছে কী! চারদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ।

সম্বিত পাত্রের এই টুইট শেয়ার করেই নুসরাত বলেন, অবশেষে কেউ একজন এই ভয়াবহ বাস্তবতা স্বীকার করেছে। দলিত এবং নারীদের বিরুদ্ধে এই ক্রমবর্ধমান অপরাধ ও নৃশংসতার জন্য নরেন্দ্র মোদি দায়ী।

নুসরাতের টুইটের পরই নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। অনেকেই নুসরাতকে আক্রমণ করে লেখেন, আপনার গুরু মমতা বন্দোপাধ্যায়কে বলুন রাজ্যে ধর্ষণের ঘটনা নিয়ন্ত্রণ করতে।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *