স্বাস্থ্যবিধি মেনে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে মক্কার মসজিদে হারাম। এখন থেকে আর ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নামাজের অনুমতি নিতে হবে না। তবে জুমার নামাজ আর উমরার জন্য আগের নিয়ম বহাল থাকবে।
সবার জন্য নামাজের অনুমতি থাকলেও আপাতত মাতাফে শুধুমাত্র উমরাকারীরা যাওয়ার অনুমতি পবেন। করোনা পরিস্থিতির পর কয়েক ধাপে উমরা চালু ও মসজিদে হারামের জামাতে অংশ অংশ নেওয়ার অনুমতি ছিলো।
সর্বশেষ ১ নভেম্বর থেকে প্রতিদিন ২০ হাজার মানুষকে উমরা ও মসজিদে হারামে ৬০ হাজার মানুষ নামাজ পড়ার সুযোগ পাচ্ছিলেন।
একাধিক বাংলাদেশির সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা মহামারির প্রায় এগারো মাস পর মসজিদে হারামের বাইরের অংশে মুসল্লিরা নামাজ আদায় করেছেন।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে মসজিদে হারামের জামাতে অংশ নেওয়ার অনুমতি ছিলো না। সাতমাস পর ইতামারনা অ্যাপসের মাধ্যমে নাম নিবন্ধন করে নামাজের অনুমিত নিতে হতো।
2021-03-13 20:37:34
2021-01-17 05:02:47