গত ৫ আগস্ট টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমারসহ ৮ আসামির বিরুদ্ধে আদালতে মামলার এজাহার দাখিল করেন মেজর সিনহার বোন। পরদিন আদালতে আত্মসমর্পণ করেন প্রদীপসহ সাত আসামি।
ওইদন দু’দফা শুনানি শেষে তিন কর্মকর্তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর কয়েকদিন পর বাকি চার পুলিশ সদস্যকে রিমান্ডে দেন আদালত।
আদালতের নির্দেশের পর ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও নন্দ দুলালকে হেফাজতে নেয় পুলিশ। তবে বারবারই পিছিয়েছে রিমান্ডে নেয়ার প্রক্রিয়া।
অবশেষে আদেশের ১২ দিনের মাথায়, মঙ্গলবার তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হবে বলে জানায় র্যাব। কক্সবাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ।
সিনহা হত্যাকাণ্ডে ল্যাপটপ, হার্ডডিস্কসহ ২৯টি ডিভাইস র্যাব নিজ হেফাজতে নিতে আদালতে আবেদন করেছে বলে জানিয়েছে বাহিনীটির গণমাধ্যম শাখা।
এদিকে, কারাগারে থাকা বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও সাবেক এসআই নন্দ দুলাল রক্ষিতকে দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। তবে জিজ্ঞাসাবাদ করা হয়নি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00