নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক

নাইজেরিয়ায় অবৈধ এক তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক লোক নিহত হয়েছে। নাইজেরিয়ার রিভার্স স্টেটে শনিবার এই দুর্ঘটনা ঘটে বলে সরকারি এক কর্মকর্তা এবং এক পরিবেশবাদী কর্মী জানান। 
রাজ্যের পেট্রোলিয়াম সম্পদবিষয়ক কমিশনার গুডলাক ওপিয়া বলেন, অবৈধ স্থাপনাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে শতাধিক লোক মারা গেছে। তারা এতই পুড়ে গেছে যে তাদের আর শনাক্ত করা যাচ্ছে না। 
নাইজার ডেল্টা অঞ্চলে বেকারত্ব ও দারিদ্র্য এতই বেশি যে অবৈধ অপরিশোধিত তেল শোধনপ্রক্রিয়া একটি আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। কিন্তু এর পরিণতিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বড় বড় তেল কোম্পানিগুলোর পাইপলাইন থেকে তেল চুরি করে তা পরিশোধিত করা হয় এসব অবৈধ স্থাপনায়। 
একটি সূত্র জানায়, দুর্ঘটনাটির সময় বেশ কয়েক ডজন গাড়ি অবৈধ তেল কেনার জন্য অপেক্ষা করছিল। সেগুলো আগুনে পুড়ে গেছে। তবে তেল শোধানাগারটির মালিক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

2022-04-23 20:52:34

2022-04-23 20:52:34

Published
Categorized as 27

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *