নওগাঁ সীমান্ত থেকে যুবককে তুলে নিয়ে গেছে বিএসএফ

নওগার পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে মোশাররফ নামে এক যুবককে তুলে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় ওই যুবককে ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

গত শুক্রবার (২২ জানুয়ারি) ভোরে নিতপুর সীমান্তের ভারতীয় কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে নওগাঁ-১৬ বিজিবি’র সিও লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল কবির জানান, আজ ভোরে মোশাররফ নিতপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান।

এমন সময় কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যারা তাকে আটক করে। এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

2021-03-13 20:37:34

2021-01-22 01:47:32

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *