দোষী সাব্যস্ত হওয়া পেট্রিক ফ্যারেল গ্রেফতার

মুনা মুস্তাফা: ২৯ সেপ্টেম্বর পেট্রিক ফ্যারেলকে ওয়েষ্টার্ণ সিডনীর কাষ্টডীতে নেয়া হয়েছিল। ২৯ বছর বয়স্ক পেট্রিক ফ্যারেল ২০১১ সালে আয়ার্ল্যাণ্ডের এক ব্যক্তিকে মারাত্মক জখম করার অপরাধে ৩ বছর জেলে থাকতে হয়েছিলো। আগষ্ট মাসে রেন্ডউইকে এবং মাট্রাভিলে নভেম্বরে এ্যাসাল্ট করার ঘটনায় নিউ সাউথ ওয়েলস পুলিশ তাকে গ্রেফতার করে।

রেন্ডউইকের ঘটনায় পেট্রিক ও আরো তিন ব্যক্তি মিলে এক ব্যক্তিকে মারাত্মকভাবে আহত করে ও তার কান কেটে নেয়। সে পূর্বে ৫৬ বছর বয়স্ক আরেক ব্যক্তিকে আহত করেছিলো এবং আহত ব্যক্তিকে ২ দিন হসপিটালে থাকতে হয়েছিলো।

সর্বশেষ খবর পর্যন্ত নিউ সাউথ ওয়ালস পুলিশ তাকে গ্রেফতার করে পেরামাটা পুলিশ স্টেশনে নিয়ে যায় নিশ্চিত হওয়া গেছে।

2021-05-04 20:22:11

0000-00-00 00:00:00

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *