দেয়াল ধসে গুরুতর আহত এক ব্যক্তি

মুনা মুস্তাফা: আজ সকালে ২৩ বছর বয়স্ক একজন ব্যক্তি তিন মিটারের একটি দেয়ার ধসে গুরুতর ভাবে জখম হয়েছে। ইষ্টার্ন সিডনীর নর্থ বন্ডি এলাকায় ঐ ব্যক্তি উপর দেয়াল ধসে পরে এবং সে মাথা ও বুকে গুরুতর ভাবে আঘাত পেয়েছে বলে জানা যায়।

ভিনসেন্ট হসপিটালে নেয়ার আগে পেরামেডিক ঐ গুরুতর জখম ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়। নিউ সাউথ ওয়েলস অমবুলেনস ডিউটি অপারেসন ম্যানেজার ক্যে আমষ্টং বলেন ইমারজেন্সী সার্ভিস ও বাই স্ট্যান্ডার্ডরা তাৎক্ষণিক ভাবে ঐ ব্যক্তিকে রক্ষা করতে কার্যকর ভূমিকা পালন করেছে যাতে আহত ব্যক্তিকে দ্রুত হসপিটালে নেয়া সম্ভব হয়েছে।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *