দুর্নীতি মামলায় সু চির আপিল খারিজ, কারাদণ্ড বহাল

সেনা-শাসিত মিয়ানমারের উচ্চ আদালত দেশটির গণতান্ত্রিক নেতা অং সান সু চির ৫ বছরের কারাদণ্ড বহাল রেখেছে। দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে সু চির আপিল আবেদনটি গতকাল বুধবার খারিজ করে গত ২৭ এপ্রিল দেওয়া শাস্তি বহাল রেখেছেন আদালত। 
খুব সংক্ষিপ্ত আনুষ্ঠানিক প্রক্রিয়ায় আপিলটি খারিজ করা হয়। আদালত উভয় পক্ষের যুক্তি না শুনেই আবেদন খারিজ করে দিয়েছে। 
গত সপ্তাহে নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে দায়ের করা ১১ দুর্নীতি মামলার প্রথম রায়ে তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে ৭৬ বছর বয়সী সু চিকে গৃহবন্দি করে রাখা হয়েছে। 
তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা হয়েছে। সেগুলোর মধ্যে আছে দুর্নীতি, নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘন। 
এ সব অভিযোগ প্রমাণিত হলে সু চির সর্বোচ্চ ১৯০ বছরের কারাদণ্ড হতে পারে। উচ্চ আদালতে জামিন আবেদন খারিজ হওয়ায় সু চির সক্রিয় রাজনীতিতে শিগগির ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে।

2022-05-05 04:38:29

2022-05-05 04:38:29

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *