ঢাকা রিপোর্টার্স ই্উনিটির রজতজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কোন দূর্নীতিকে আওয়ামী লীগ প্রশ্রয় দেয় না। অভিযোগ করেন, দুর্নীতির বিচার করতে গিয়ে আওয়ামী লীগ দোষের ভাগি হয়।
সাংবাদিকদের ঐক্য ধরে রাখতে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এর প্রথম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা।
২৫ বছরপর রজত জয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতে তুলে ধরেন সাংবাদিকদের কল্যাণে তার সরকারের নানা কর্মকান্ড।
এসময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিচার করতে গিয়ে উল্টো দোষারোপের শিকার হচ্ছে আওয়ামী লীগ।
দেশ ও জাতির প্রতি দায়িত্বশীল থেকে বস্তু নিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান সরকার প্রধান।
সমাজের নানা অসংগতি লেখনিতে তুলে ধরে সরকারকে সহযোগিতা করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00