দুর্নীতির অভিযোগ ওঠার পর অস্ট্রিয়ার চ্যান্সেলরের পদত্যাগ

দুর্নীতির অভিযোগ প্রমাণের আগেই পদত্যাগ করলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। শনিবার তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। একইসাথে তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গকে চ্যান্সেলর পদের জন্য প্রস্তাবও করেন। 
এর আগে কুর্জের দল ভিওপি পিপলস পার্টি সংস্লিষ্ট একাধিক স্থানে অভিযানের পর নজরদারিতে নেয়া হয়েছিল কুর্জসহ মোট দশ জনকে। 
কুর্জের বিরুদ্ধে অভিযোগ ছিল, স্থানীয় একটি পত্রিকায় ইতিবাচক তথ্য প্রচারের জন্য সরকারি অর্থ ব্যবহার করেছিলেন তিনি। তবে এখন পর্যন্ত এই অভিযোগটি অস্বীকার করছেন কুর্জ। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে লড়ার ঘোষণাও দেন তিনি। 
২০১৭ সালে দেশটির ভিওপি পিপলস পার্টির নেতা হয়েছিলেন কুর্জ এবং সেই বছরই নির্বাচনে তার দলকে বিজয়ী করেছিলেন।৩১ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। 

2022-04-09 16:40:21

2022-04-09 06:40:21

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *