দুর্দান্ত জয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে যাত্রা শুরু করল চেলসি। ব্রাইটনের বিপক্ষে ৩ – ১ গোলের ব্যবধানে জয়ী হয়েছে ব্লুজরা। ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় চেলসি। ব্রাইটন গোলরক্ষক ম্যাথিউ রায়ানের ভুল কাজে লাগান জর্জিনিয়ো।
স্পট কিক থেকে গোল করে আনন্দে মাতান গোটা দলকে। ম্যাচের ৫৪ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। দুর্দান্ত শটে প্রতিপক্ষের জাল কাঁপান লিয়ান্দ্রো ত্রোসার। তবে তাদের সে খুশি বেশিক্ষণ টেকেনি। মিনিট দুয়েক পরই চেলসিকে লিড এনে দেন রিস জেমস।
ব্রাইটন তাদের দ্বিতীয় ভুলটি করে ম্যাচের ৬৬তম মিনিটে। কুর্ত জুমার শট অ্যাডাম ওয়েবস্টারের পায়ে লেগে সোজা জালের ঠিকান খুঁজে পায়। তাতেই ৩ – ১ গোলে এগিয়ে যায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। ম্যাচের বাকি সময়ে উভয় দলই বিচ্ছিন্ন কিছু আক্রমণ করে প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়ায়। কিন্তু কেউই গোলের দেখা পায়নি।
2021-05-04 21:23:10
0000-00-00 00:00:00