দুই বছর পর শুটিং সেটে ফিরলেন হৃতিক রোশন

বিনোদন ডেস্ক: প্রাচীন গল্পকাহিনি বিক্রম-বেতালের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে ‘বিক্রম বেদা’ নামের একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটির মধ্য দিয়েই দুই বছর পর শুটিং সেটে ফিরলেন হৃতিক রোশন।

শুক্রবার (১৫ অক্টোবর) দশমীর দিন নতুন এই ছবিটির শুটিং শুরু করেছেন বলিউডের এই অভিনেতা।

ইনস্টাগ্রামে একটি সূর্যের ছবি শেয়ার করে নতুন সূচনার কথা জানিয়ে হৃতিক লিখেছেন, “সকলের সঙ্গে আমার ভালোবাসা ভাগ করে নিলাম। প্রথম দিনে নতুন শুরুর পথে।”

একইসঙ্গে একটি ভিডিও শেয়ার করে দুই বছর পর শুটিং শুরু করার কথাটি জানিয়েছেন বলিউডের এই সুপারস্টার।

‘বিক্রম বেদা’ ছাড়াও ‘ফাইটার’ নামের একটি ছবির কাজ রয়েছে হৃতিক রোশনের হাতে। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

এখানেই শেষ নয়, ‘বিক্রম বেদা’ এবং ‘ফাইটার’-এর শুটিং শেষ করার পরই ‘কৃষ ৪’-এর শুটিং শুরু করবেন হৃতিক।

2021-10-16 15:45:08

2021-10-16 04:45:08

Published
Categorized as 20

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *