স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্বনির্ধারিত হোম কোয়ারেন্টিনে প্রবেশ করেছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। আগামী দুই দিন ঘরের বাইরে বের হতে পারবেন না ক্রিকেটাররা।
নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডের ক্রিকেটারদের আজ রবিবার থেকেই করোনা টেস্ট করানো শুরু হবে। আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। ওই দিনই রুম কোয়ারেন্টিনের জন্য হোটেলে উঠবে দুই দল। একই দিনে যুক্তরাষ্ট্র থেকে ফিরে রিয়াদদের সঙ্গে কোয়ারেন্টিনে থাকার কথা রয়েছে সাকিব আল হাসানের।
হোটেলে তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষ হবে ২৭ সেপ্টেম্বর। সেদিন প্রস্তুতি সেরে নিতে নামবেন মাহমুদউল্লাহ-লাথামরা। তবে ১ তারিখ শুরু হতে যাওয়া সিরিজের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবেন না কিউইরা। করোনার সকল স্বাস্থ্যবিধী মেনে কঠোর নিরাপত্তায় আয়োজিত হবে সিরিজটি।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। দুদেশের ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে সিরিজের সবগুলো ম্যাচ বিকেল ৪টায় শুরু হবে।
কিউইদের বিপক্ষেও টি-টোয়েন্টি এখনো কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশের। এদিকে, নিউজিল্যান্ডের ঘোষিত দলে তেমন কোনো অভিজ্ঞ ক্রিকেটার নেই, বাংলাদেশে আসবে না বিশ্বকাপ দলের কোনো ক্রিকেটারও। দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের সামনে এবার সিরিজ জয়ের উপলক্ষ্যই বটে।
2021-09-01 18:31:25
2021-09-01 08:31:25