দুইমাস পর খালেদা জিয়ার ঠিকানা কোথায় হবে ফিরোজায়, লন্ডন নাকি কারাগার?

বৈশ্বিক করোনা মহামারির উদ্ভূত  পরিস্হিতির ছয় মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছিলেন বিএনপির  চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরই মধ্যে পেরিয়ে গেছে চার মাস। প্রশ্ন উঠেছে বাকী দুইমাস পর তিনি কোথায় থাকবেন? কারাগারে ফিরবেন? নাকি বর্তমানে যেখানে আছেন, গুলশানের ভাড়া ফিরোজাতে থাকবেন?

নাকি সরকারের অনুকুলে লন্ডনে ছেলের কাছে যাওয়ার সুযোগ পাবেন তিনি? দলীয় সূত্র মতে, যেহেতু ফোজদারী কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১ অনুযায়ী খালেদা জিয়ার সাজা ছয়মাসের জন্য স্হগিত, তাই তাকে ঢাকা নিজ বাসা থেকে চিকিৎসা গ্রহণ এবং ওই সময়ের মধ্যে দেশের বাহিরে না যাওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়েছে, শর্ত ভাঙলে মুক্তির আদেশ বাতিল হয়ে যাবে।

এদিকে আইনমন্ত্রী গনমাধ্যমকে জানিয়েছিলেন সরকার অনুমিত দিলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া যেতে পারে। ফলে সাময়িক মুক্তির মেয়াদের শেষে কারাগার, ফিরোজা কিংবা লন্ডন-যেকোন স্হানেই বেগম খালেদা জিয়ার সমান সম্ভবনা রয়েছে।

কিন্তু খালেদা জিয়ার পরিবার ও দল যে কোন অবস্থায় তাঁকে কারাগারে যেতে দিতে চায় না। ফিরোজা থেকে পাশের হাসপাতাল ইউনাইটেডে চিকিৎক গ্রহণ অথবা লন্ডন ছেলের বাসায় থেকে যুক্তরাজ্যের ভালো কোন হাসপাতালে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা পাকা করতে সরকারের উচ্চ মহলের সঙ্গে কথাবার্তা শুরু করেছে পরিবারের সংশ্লিষ্টরা। এইসব কথাবার্তা ও বোঝাপড়ার উপর খালেদা জিয়ার ভাগ্য নির্ধারণ হবে।

সূত্রমতে, বিএনপির সর্বস্তেরের নেতা কর্মিদের বিশ্বাস, বিশেষ কোন পরিস্হিতি তৈরি না হলে খালেদা জিয়াকে আর কারাগারে নিবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তুু মুক্তির সময়ে যে দুইটি শর্ত দেওয়া হয়েছে, সেগুলো বহাল থাকলে পছন্দের হাসপাতালে চিকিৎসা অথবা চিকিৎসার জন্য দেশের বাহিরে যাওয়া খালেদা জিয়ার জন্য সম্ভব হবে না। সে কারনে ওই দুইশর্ত শিথিল এবং সাময়িক মুক্তিকে স্হায়ী মুক্তিতে রুপান্তরিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও বোন সেলিনা রহমান।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *