মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ওমরাহ কার্যক্রমের ব্যবস্থা করে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন ৬০ হাজারের বেশি মুসল্লির ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। প্রতিমাসে ২০ লাখ মুসল্লি ওমরাহ পালন করবেন। এ সংখ্যা ধীরে ধীরে আরো বাড়ানো হবে বলে জানানো হয়।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিভিন্ন দেশ থেকে ওমরাহযাত্রীরা সৌদি যাচ্ছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তারা ওমরাহ পালন, মসজিদুল হারাম, মসজিদে নববীতে নামাজ আদায় ও রওজা শরিফ জিয়ারতের সুযোগ পাবেন।
তবে তাদের সৌদি সরকার স্বীকৃত করোনা টিকার কোনো একটির পুরো ডোজ গ্রহণ করতে হবে। টিকাগুলো হলো, এক. ফাইজার অ্যান্ড বায়োএনটেক। দুই. অ্যাস্ট্রাজেনেকা। তিন. মডার্না। চার. জনসন অ্যান্ড জনসন।
করোনা সংক্রমণ রোধে গত বছরের মার্চ থেকে সৌদির বাইরের দেশের নাগরিকরা ওমরাহ পালন করতে পারেননি। এরপর অক্টোবর মাস থেকে শুধু সৌদিতে অবস্থানরত সীমিতসংখ্যক মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন করেন।
২০২০ সালে সৌদিতে অবস্থানরত মুসল্লিরা হজ পালন করেন। এ বছরও সৌদিতে অবস্থানরত প্রায় ৬০ হাজার মুসল্লি হজ পালন করেন।
2021-09-01 18:31:25
2021-09-01 08:31:25