দম্পতি সাগর-রুনি হত্যা মামলার স্টান্ডার্ডে গ্যাটকো মামলার বেগম খালেদা জিয়ার শুনানিও পিছিয়ে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে।

এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য থাকলেও আগামী ১৮ নভেম্বর শুনা‌নির জন্য নতুন দিন ধার্য করা হয়েছে।

খালেদা জিয়া অসুস্থ্য থাকায় আজ তিনি আদালতে হাজির হতে পারেননি। আর তাই ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম এই নতুন তারিখ ধার্য করে দেন।

রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর মামলাটি করেন।

অভিযোগে বলা হয়, খালেদা জিয়া চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেওয়া হয়েছে। যারফলে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।

তদন্ত শেষে গত ২০০৮ সালের ১৩ মে দুদকের উপপরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তাদের মধ্যে সাত আসামি মারা গেছেন।

খালেদা জিয়া দুই মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। প‌রে সেখা‌নে তার অসুস্থতা বে‌ড়ে যাওয়ায় গত বছর তা‌কে চি‌কিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়। করোনা প্রাদুর্ভাব শুরুর পর সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে তিনি এখন গুলশানের নিজ বাসায় আছেন।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *