কবি রোকসানা পারভীনের কবিতা-
“তুমি মহান তুমি মহিমান্বিত তুমিই শ্রেষ্ঠ”
বুকের মাঝে মুহুর্মুহু আর্তনাদের পাড় ভাঙ্গে,
হৃদয়ের অলিন্দে অলিন্দে আকম্পন শিহরণ;
শিরায় উপশিরায় বয়ে যায় বেদনার তরল লাভা।
আমি বিকলাঙ্গ, বিকলাঙ্গ আমার মন;
রক্তপ্রপাত ঝরে অবিরাম অন্তরীক্ষের দেয়াল চুয়ে চুয়ে,
তবু আমি অবিচল থাকতে চাই তোমার বদান্যতায়।
আশ্চর্যেরও আশ্চর্য তুমি! ও তোমার সৃষ্টির লীলাখেলা!
আমার তাবত শক্তি নিমিষেই বিবশ হয়ে যায়,
আমার ইন্দ্রিয় শক্তি বাকহীন ন্যুব্জ হয়ে রয়,
সদা প্রণত রয় তোমার উদারতায়, মহানুভবতায়।
আমি নির্বোধ, আমি বিকলাঙ্গ, আমি নিরুপায়,
তবুও তোমার উপর আস্থা রাখার চেষ্টা অবিরত,
তুমি তো নকশাকার, উত্তম পরিকল্পনাদাতা,
লা তাহযান, লা তাখাফ, লা তাগদাব, লা তাসখাত;
হে আল্লাহ তাই আমি অতীত নিয়ে হতাশ হবো না,
হে আল্লাহ তাই আমি ভবিষ্যত নিয়ে দুঃচিন্তা করবো না,
হে আল্লাহ তাই আমি অনাকাঙ্ক্ষিত বিষয়ে রাগান্বিত হবো না,
হে আল্লাহ তাই আমি তোমার ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবো না।’
বুকের অলিন্দে অলিন্দে জপতে থাকুক তোমার নাম,
শিরা উপশিরার রক্তপ্রবাহে বইতে থাকুক তোমার গুণকীর্তন।
তুমি মহান, তুমি মহিমান্বিত তুমিই শ্রেষ্ঠ আমার রব।
রোকসানা পারভীন
বকশিবাজার, ঢাকা
বাংলাদেশ।
2021-03-13 20:37:34
2021-01-21 15:03:51